দুটি ছেলে ...







আজকের গল্প 'দুটি ছেলে'।

আজকের গল্পের দুটি ছেলের একটি ছেলে হল অন্ধ, যে দেখতে পায় না। সেভিক্ষাকরেই তার জীবন অতিবাহিত করে।

আরেকটি ছেলে হল চাকুরিজীবী এই ছেলেটি বেশি চালাক নয়। কিন্তু নতুন নতুন সম্ভাবনার কথা বলে। নতুন নতুন চিন্তা করে। ফলে তার অফিসে তাকে কেউ দেখতে পারে না। অনেকে হেসে বলে তোমার দ্বারা কিছুই হবে না। তুমি যে কেন এখানে চাকরি করছ?

একদিনের কথা বলি - অন্ধ ছেলেটি যে দেখতে পায় না, সেই ছেলেটি শহরের একটি বড়buildingএর নীচে বসে ভিক্ষা করছিল। এটাই ছিল তার রোজকার কাজ। তার মাথার টুপিটা নীচে রাখা ছিল। যেখানে দিয়ে যাতায়াত করার সময় কেউ কেউ কিছুটা পয়সা দিচ্ছিল। আবার কেউ কেউ না দেখার ভান করেই এগিয়ে যাচ্ছিল।

চাকুরিজীবী ছেলেটির অফিস ছিল এই building টার ঠিক দুট building পরেই। ছেলেটি এই building টার পাশ দিয়েই তার অফিসের দিকে যাচ্ছিল। তখন তার চোখ পড়ে সেই ভিক্ষুক ছেলেটির দিকে।

সে সেদিকে এগিয়ে যায় এবং ভাল করে লক্ষ্য করে যে একটি অন্ধ ছেলে বসে ভিক্ষা করছে। এবং তার পেছনে একটি বোর্ড রাখা আছে যাতে প্রথমে English-এ লেখা ছিল I am a blind boy, so please help me। এবং বাংলায় লেখা আছে "আমি একজন অন্ধ ব্যক্তি, আমি চোখে দেখতে পারি না। দয়া করে আমাকে কিছু সাহায্য করুন"।

তার পর তার চোখ যায় পড়ে থাকা টুপিটার দিকে। সেখানে কিছু মাত্রই পয়সা পড়ে ছিল। সে মনে মনে ভাবল সত্যি তো ছেলেটির সাহায্যের দরকার। কিন্তু দেখল বেশীরভাগ লোকই তাকে কোন সাহায্য করছে না।

ছেলেটি কিছুক্ষন কি একটা ভাবল। তারপর একটি কাগজ দিয়ে বোর্ডে যা লেখা ছিল সেটা মুছে দিল এবং সেখানে নতুন কিছু একটা লিখে দিল। এবং তার টুপিতে তার সাধ্য মত কিছু টাকা দিয়ে সে অফিসের দিকে চলে গেল।

অফিসে পৌঁছে সে তার কাজে ব্যস্ত হয়ে গেল এবং প্রতিদিন যে ভাবে তার অফিসে কাটে ঠিক সেই ভাবেই কাটল।

অফিস ছুটি হলে পড়ে সে যখন বাইরে এল তখন তার সেই অন্ধ ভিক্ষারি ছেলেটির কথা মনে পড়ল। সে ভাবল যাবার পথে একবার সেই অন্ধ ছেলেটিকে দেখে যাই, দেখি তার জীবনে কিছু পরিবির্তন হল কিনা! ছেলেটি অন্ধ ছেলেটি দিকে এগিয়ে যায়।

ছেলেটি অন্ধ ছেলেটির কাছা কাছি আসতেই, সেই অন্ধ ছেলেটি দাঁড়িয়ে যায়- এবং তাকে বলে - দাদা আমি আপনার আসার আওয়াজ চিনতে পেরেছি। আপনি তো সেই ব্যক্তি যিনি সকালে এসেছিলেন? এবং এই বোর্ডে যা লেখা ছিল সেটা মুছে, নতুন কিছু একটা লিখে গেছিলেন।

কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হল- আপনি আমার এই বোর্ডে এমন কি লিখে রেখে গেলেন যা দেখে, যারা এখান দিয়ে যাচ্ছে প্রায় সবাই কিছু না কিছু সাহায্য করে যাচ্ছে?

এবার সেই চাকুরিজীবী ছেলেটি বলল – তুমি লিখেছিলে I am a blind boy, so please help me। এবং "আমি একজন অন্ধ ব্যক্তি, আমি চোখে দেখতে পারি না। দয়া করে আমাকে কিছু সাহায্য করুন"।

আমি সেটা মুছে দিয়ে লিখি – "Today is very beautiful day, but I can't see it" । আজকের দিনটি খুবই সুন্দর, কিন্তু আমি সেটা দেখতে পাব না! ব্যস এইটুকুই আমি লিখেছিলেম।

ভেবে দেখুন প্রথম লেখাটার সাথে দ্বিতীয় লেখাটার অনেক বড় পার্থক্য আছে। দ্বিতীয় লেখাটা কিছুটা নতুন চিন্তাধারার সাথে লেখা হয়েছে।

এই গল্পটা থেকে কি শিখলাম?

বন্ধুরা এই ছোট গল্পটি থেকে আমরা অনেক বড় শিক্ষা পাই। প্রথম কথা উপরওয়ালা আমাদের জীবনে যা দিয়েছে তার জন্য নিজেকে ভাগ্যবান মনে করুন। উপরওয়ালা-কে ধন্যবাদ দিন, কারন অনেকের কাছে তো এতটুকুও নেই।

এবং দ্বিতীয়কথা আপনি যদি আপনার জীবনে কিছুটা সৃজনশীলতা মানে creativity add করতে পারেন তো আপনার জীবন বদলে যেতে পারে। একই কাজ করুন কিন্তু কাজ করার ধরনটা কিছুটা পরিবর্তন করে দিন।

তাই বন্ধুরা আমি বলব এমন কাজ করুন, যা পুর দুনিয়া আপনার মত করতে চায়। কারন জিতবে তারাই যারা কিছু করে দেখাবে।

ইতিবাচক ভাবুন – ইতিবাচক বলুন – ইতিবাচক অনুভব করুন